জনপদ ক্রাইম ডেস্কঃ বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও পানিতে ডুবে এক শিশুসহ পৃথক ঘটনায় ২ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা সরল ইউনিয়নের পাইরাং এলাকায় ১জুলাই সকাল ১০ টার দিকে বাড়ির উঠানে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পানিতে পড়ে যায়, পরে তার স্বজনরা শিশুটিকে খোঁজাখুঁজি করলে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় স্বজনরা।শিশুটিকে দ্রুত পুকুর থেকে উদ্ধার করে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
শিশুটি সাতকানিয়া উপজেলা ওয়াহিদুল ইসলামর ছেলে সেই নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
অন্যদিকে বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পড়ে গেলে স্বজনরা তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ওই ব্যক্তি পৌরসভার উত্তর জলদী বড়ুয়া পাড়ার অরুণ বড়ুয়া'র পুত্র।
পৃথক ২ জনের মৃত্যুর ঘটনা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাবরিনা জাহান মিলি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন