বাঁশখালীজনপদঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে কানেতা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাম্বল ইউনিয়নের প‚র্ব চাম্বল ৮ নম্বর ওয়ার্ড এলাকায়।
মারা যাওয়া শিশু কানেতা ওই এলাকার মোঃ সোহেলের কন্যা।
বুধবার (২৫ আগস্ট) দুপুর ১২টার সময় বাড়ির পাশে তাদের ব্যবহারের পুকুরে শিশু কানেতাকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
কানেতাকে বাড়ীর আঙ্গিনায় দেখতে না পেয়ে বাড়ীর আশেপাশে খোঁজাখুজি করে তার পরিবার।
পরে শিশুর এক চাচার বাড়ীর পাশে সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় দেখে তাকে। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বোরহান উদ্দীন হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন