নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড অভ্যারখীল এলাকার লোকালয়ে ক্ষেতের জালে আটকা পড়া অবস্থায় ১২-১৪ ফুট দীর্ঘ সোনালী রঙ্গের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে পাহাড়ের অদূরে অভ্যারখীল এলাকার লোকালয়ে আসলে অজগরটি কৃষকের ক্ষেতের জালে আটকা পড়তে দেখে লোকজন ভীড় জমায়।
স্থানীয় জন্টু কুমার দাশ বলেন, 'অজগরটি প্রায়ই লোকালয়ে আসে। স্থানীয়দের মুরগি, হাঁস ধরে নিয়ে যায়। আজকে সাপটি লোকালয়ে আসলে কৃষকের ক্ষেতের জালে আটকা পড়ে। লোকজন সাপটিকে মেরে ফেলতে চাইলে আমি জলদী অভয়ারণ্য রেঞ্জের বন্যপ্রাণী রক্ষক নেজামুল ইসলামকে ফোন দিই। তারা দু'জন লোক এসে আজ দুপুরে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।'
বন্যপ্রানী রক্ষক নেজামুল ইসলাম বলেন, 'অজগর সাপটি লোকালয়ে প্রবেশ করে আটকা পড়ার খবর স্থানীয়রা আমাকে জানান। পরে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামানের নির্দেশে সাপটিকে উদ্ধার করে বাঁশখালী ইকোপার্কে নিয়ে আসি।'
জলদী অভয়ারণ্য রেঞ্জ ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, 'প্রায় ১২-১৪ ফুট দীর্ঘ সোনালী অজগরটি লোকালয় থেকে উদ্ধার করে আমাদের একটি টিম বাঁশখালী ইকোপার্কে নিয়ে আসেন। আজকেই অজগর সাপটিকে বাঁশখালী ইকোপার্কে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন