চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পশ্চিম চাম্বল ২ নম্বর ওয়ার্ডের শাহ্ আলমের ছেলে ছৈয়দুল আলম (৩৮) গত ২ সেপ্টেম্বর থেকে নিখোঁজ রয়েছেন। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। তিনি পেশায় সিএনজি চালক, তাঁর গায়ের রং ফর্সা। উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি, মুখমণ্ডল গোলাকার ও চুল- হালকা সাদা-কালো মিক্স। পরিধেয় বস্ত্র সাদা গোলাপী শার্ট ও কালো ফুল প্যান্ট।
নিখোঁজ ছৈয়দুল আলম জরুরী প্রয়োজনে গত ২ সেপ্টেম্বর আনুমানিক ৭ টায় শহরের উদ্যেশ্যে কাজ আছে বলে বের হয়। অদ্যবদি বাসায় ফেরত আসেনাই। তাঁকে অনেক খোঁজাখুঁজির পরও পাওয়া যায়নি।
এ ঘটনায় ৩ সেপ্টেম্বর বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১১৪) করা হয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি লোকটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার শ্বাশুর আশরাফ আলী (০১৮৩২-৫২২৫৪৭), মেঝ ভাই মোক্তার সাওদাগর (০১৮৪৬-৪৪০১৭৭) এর মুঠোফোন নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন