বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শিলকূপ ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন ইউএনও সাইদুজ্জামান চৌধুরী


জনপদ সংবাদদাতাঃ
বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন পরিষদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন ও ঝুঁকিপূর্ণ ইউপি ভবন পরিদর্শন করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী।  

শনিবার (২ অক্টোবর) দুপুরে শিলকূপ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে পরিষদের বার্ষিক কর্মদক্ষতা মূল্যায়ন, ওয়ার্ডের উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কার্যক্রমের অগ্রগতি সহ অন্যান্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী পরিষদ কতৃক যথা সময়ে টেক্স আদায়, সঠিকভাবে জন্মনিবন্ধ কার্যক্রম সম্পাদন ও জনসচেতনা বৃদ্ধিকরণ, সরকারি প্রদত্ত সেবা সঠিকভাবে বন্টন ও পরিষদের মাসিক সমন্বয় সভা যথাসময়ে সম্পন্ন করা, কাজের কর্মদক্ষতা মূল্যায়ন সহ বিভিন্ন নির্দেশনামূলক বিষয়ে আলোচনা করেন।  

সভা শেষে ১৯৭৪ সালে নির্মিত শিলকূপ ইউনিয়ন পরিষদের ঝুঁকিপূর্ণ ভবন পরিদর্শন করেন। ভবনের পুনঃ নির্মাণ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও শিলকূপ এলাকাবাসী বিষয়টি তাকে অবহিত করেন। পরে তাদের দাবির প্রেক্ষিতে তিনি সরেজমিন পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।   

এ সময় উপস্থিত ছিলেন শিলকূপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মহসিন, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রহিম উল্লাহ, ইউপি সদস্য আহমদ ছফা, রাশেদ নুরী, মুহাম্মদ জাফর আলম, রাবেয়া বেগম, সিদ্দিক আকবর বাহাদুর, নাজিম উদ্দিন, মুহাম্মদ ইউসুফ, আব্দুর রহিম, আদর্শন বড়ুয়া, ফিরোজ সিকদার সহ পরিষদের চৌকিদারগণ।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com


কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.