জনপদ ডেস্কঃ বাঁশখালীতে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু উপজেলার সরল ও বৈলছড়ি ইউনিয়নের বলে জানা যায়। সোমবার পানিতে পড়ে নিহত দুই শিশু হলো- বৈলছড়ি ইউপির ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলছড়ির আবদুল হালিমের কন্যা মোছাম্মৎ ওয়াজিহা (২) ও সরল ইউপির ৩ নম্বর ওয়ার্ডের উত্তর সরল গ্রামের লোকমান হাকিমের ছেলে আবরার হাকিম (২)।
পানিতে পড়া এ দুই শিশুকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৈলছড়ির আমির পাড়ায় বাড়ির পাশে পুকুরে পড়ে যায় মোছাম্মৎ ওয়াজিহা (২) নামে এক শিশুটি। পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিশু ওয়াজিহার পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটি খেলতে গিয়ে কোন এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। ভাসমান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে সরল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোকমান হাকিমের ছেলে আবরার বাড়ীর উঠানে খেলতে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কানিজ ফাতেমা রূদবা জানান, সম্প্রতি বাঁশখালীতে পুকুরে পড়ে বেশকিছু শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের লোকজনদের অসচেতনতার কারণে এভাবে পুকুরে ডুবে শিশু মৃত্যুর হার বাড়ছে। পরিবারের লোকজন একটু সচেতন হলে এমন দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে আরো জানা যায়, বিগত এক সপ্তাহে ৫ জন শিশু মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন