জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নে হযরত মোশাররফ আলী (রহ:) ট্রাস্টের অন্যতম প্রজেক্ট 'হযরত মোশাররফ আলী (রহ) দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা, ইসলামিক পাঠাগার এবং দাতব্য চিকিৎসালয় এর ভিত্তিপ্রস্তর গতকাল শুক্রবার বিকেলে স্থাপন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলকুপ ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া এলাকায় মাদরাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ট্রাস্টের সার্বিক তত্বাবদায়ক ও পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ এ. এইচ. এম বদিউল আলম।
এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষানুরাগী কাজী নুর মোহাম্মদ, আলহাজ্ব শফি আলম কোম্পানী, মাস্টার ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য রাশেদ নুরী, হযরত মোশাররফ অালী (রহ:) ট্রাস্টের প্রধান সমন্বয়কারী মো. আব্দুর রহিম, মাও. রেজাউল করিম, রিয়াজুল হক।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ বদিউল অালম বলেন, 'শিলকূপ ইউনিয়নের মতো গুরুত্বপূর্ন জনপদে একটি দাখিল মাদরাসা অতীব জরুরী ছিল। এ এলাকার শিক্ষার্থীদের কয়েকক্রোশ পথ হেঁটে শিক্ষাগ্রহণের জন্য যাতায়ত করতে হয়। শিক্ষার আলো ছড়াতে একটি মাদরাসার প্রয়োজনীয়তা থেকেই হযরত মোশাররফ আলী (রহ:) ট্রাস্টের উদ্যোগে একটি দাখিল মাদরাসা, হেফজ ও এতিমখানা, পাঠাগার ও দাতব্য চিকিৎসালয় হতে যাচ্ছে। খুব শিগ্রই মাদরাসার ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। এতে শিলকূপে মাদরাসার শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি হবে। এলাকার সর্বস্তরের সার্বিক সহযোগীতায় একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, ট্রাস্টের সার্বিক পরিচালনায় আগামী ২০২২ সালের জানুয়ারির প্রথম দিক থেকেই হেফজ ও এতিমখানার কার্যক্রম পুরোদমে শুরু হবে।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মু. আবুল কাশেম, বিজিবি দিদারুল আলম, নিউ স্যাফরানের স্বত্বাধিকারী আবু তাহের, শামশুল আলম, পেচু মিয়া, উকিল আহমদ, কামাল উদ্দিন, মুফিজুর রহমান, নুর হোছেন, আবুল কালাম, মু. আলম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন