শিব্বির আহমদ রানাঃ অবশেষে অনেক জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি'র আস্থার প্রতিক এডভোকেট তোফাইল বিন হোছাইন নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকারি বঙ্গভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবি সভা মনোনয়ন বোর্ডের সভাপতি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) বিকেলে অনুষ্টিত সভার সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম ধাপে অনুষ্টিতব্য চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এডভোকেট এস. এম. তোফাইল বিন হোছাইন কে।
পঞ্চম ধাপে পুনঃ তফসিলে আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে বাঁশখালী পৌরসভা কাঙ্ক্ষিত নির্বাচন।আওয়ামী লীগ থেকে এবার মনোনয়ন চেয়েছেন বর্তমান মেয়র মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী, সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সভাপতি রেহানা আক্তার কাজেমী, সাবেক ভাইস চেয়ারম্যান মৌলভী নুর হোসেন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শ্যামল কান্তি দাশ, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনছুর আলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অ্যাড. তোফাইল বিন হোছাইন, পৌর যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ, মাহমুদুল ইসলাম, মৌলভী আক্তার হোসেন প্রমুখ।
তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২০ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন