জনপদ সংবাদদাতাঃ এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় বাঁশখালী পৌরসভার ভাদালিয়াস্থ বায়তুল ইরফান আদর্শ মাদরাসা মাঠে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১১ টায় মাদরাসা মাঠে দরিদ্র ও এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণের সময় এইড ইন্টারন্যাশনাল বাংলাদেশর চেয়ারম্যান ও বায়তুল ইরফান আদর্শ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মুহাম্মদ মনছুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-বায়তুল ইরফান আদর্শ মাদরাসার শিক্ষা পরিচালক মুহাম্মদ কামাল উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, সাংবাদিক মিজান বিন তাহের, বাঁশখালী স্কয়ার ক্লিনিকর ম্যানেজার সাংবাদিক শিব্বির আহমদ রানা, হাফেজ লোকমান, মাওলানা আবু তাহের, মাওলানা ওমর ফারুক, মাষ্টার আব্দুর রহিম, মাষ্টার জাহিদুল ইসলামসহ প্রমুখ।
এ সময় বাঁশখালী উপজেলাধীন দারুল উলুম হামিউচ্ছুন্নাহ মাদরাসা ও এতিম খানা, আশিঘর পাড়া ফয়জুল উলুম তা লিমুল কুরআন মাদরাসা ও এতিম খানা, ছোবহানিয়া তালিমুল কোরআন মাদরাসা, বায়তুল ইরফান আদর্শ মাদরাসা, আহমদিয়া ফোরকানিয়া মাদরাসা, উত্তর জলদী দিঘীর পাড় ফোরকানিয়া মাদরাসাসহ ১২ টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচ শতাধিক দরিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ সম্পন্ন করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন