জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় গত বুধবার অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় অর্ধকোটি টাকা।
আজ শুক্রবার (২১ জানুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে বাঁশখালী পৌরসভা যুবলীগের আহ্বায়ক, বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হামিদ উল্লাহ্ হামিদ এর ব্যক্তিগত উদ্যোগে পরিবারের ২১ সদস্যের মাঝে খাদ্য সমগ্রীসহ ২২ হাজার নগদ টাকা প্রদান করেন।
এ সময় তিনি তাদের আশ্বস্থ করে তিনি বলেন, আমি ব্যাপকভাবে আরো পাশে থাকার চেষ্টা করবো। সমাজের বিত্তবানদের প্রতি আমার আকুল আবেদন থাকবে যেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে আর্থিক সহযোগীতার হাত বাড়িয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাঁশখালী পৌরসভা যুবলীগ নেতা আব্দুল আহাদ রায়হান, শিলকূপ ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুল ইসলাম মুবিন, ব্যবসায়ী জাফরুল ইসলাম আরমান, বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল উদ্দিন চৌধুরী নয়ন, নুরুল আমিন আসিফ, ইয়াছিন আরফাত সাজ্জাদ মুহাম্মদ আসিফ প্রমূখ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন