advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

ভারতে আটক বাঁশখালীর ৩২ জেলে পরিবারে উপজেলা প্রশাসনের খাদ্যসামগ্রী বিতরণ -বাঁশখালীজনপদ২৪.কম




জনপদ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৩২ জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঘন কুয়াশার কবলে পড়ে পথ হারিয়ে ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে 'এফভি সোনার মদিনা-২' ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন। গত ১৩ ফেব্রুয়ারী তারা ভারতের কোস্ট গার্ডের হাতে আটক হয়েছেন বলে নিশ্চিৎ করেন বোট মালিক পক্ষ। আটককৃত জেলেদের উদ্ধারে বাঁশখালী উপজেলা প্রশাসন উর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি অবহিত করলেও দীর্ঘ ২৫ দিন অতিবাহীত হলেও ফেরত আনতে সক্ষম হয়নি।

এদিকে বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে শিলকূপ ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটককৃত বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের ৩২ জন জেলে পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।  

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিলকূপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রহিম উল্লাহ, ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন, ছাত্রনেতা মিজান সিকদার প্রমূখ।

এ সময় উপস্থিত বক্তারা বলেন, আটককৃত জেলেদের মুক্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আশা করা যাচ্ছে আটককৃত জেলেরা অচিরেই মুক্তি পাবেন এবং নিরাপদে দেশে ফেরত আসবেন।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com



কোন মন্তব্য নেই