জনপদ সংবাদদাতাঃ নবম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। আজ শুক্রবার (২৭ মে) চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এরপরে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় নামবেন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের সদস্য প্রার্থীরা।
প্রত্যাহারের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ৩ জন, সাধারণ সদস্য পদে ২৮ জনসহ সর্বমোট ৩৯ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছে।
চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাহার করেন- খানখানাবাদ ইউপি'র মোঃ এনামুল হক চৌধুরী, মোঃ নেজাম উদ্দীন। কালীপুর ইউপি'র ফরহাদুল আলম, বৈলছড়ি ইউপি'র মোঃ জামাল উদ্দীন, রাশেদ আলী, সরল ইউপি'র ইমরানুল হক,চাম্বল ইউপি'র আবুল কাশেম চৌধুরী, এস এম আলী নেওয়াজ চৌধুরী।
সাধারণ ওয়ার্ড সদস্যের মনোনয়ন প্রত্যাহার করেন- পুকুরিয়া ইউপি'র ২ নম্বর ওয়ার্ডে মোঃ ইউছুফ, মোঃ আনোয়ার, মোঃ এমরান, আক্তারুজ্জামান ও ৭ নম্বর ওয়ার্ডে মোঃ দায়েম, সাধনপুর ইউপি'র ৩ নম্বর ওয়ার্ডে শফিক আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আব্দুল মান্নান, বাহারছড়া ইউপি'র ৫ নম্বর ওয়ার্ডে মোঃ আলমগীর, ৯ নম্বর ওয়ার্ডে হারুনুর রশিদ, সরল ইউপি'র ৩ নম্বর ওয়ার্ডে মামুনুর রশীদ, মোঃ হারুন, মোঃ ইদ্রিস, শিলকূপ ইউপি'র ৫ নম্বর ওয়ার্ডে মোঃ নজির আহমদ, গন্ডামারা ইউপি'র ৩ নম্বর ওয়ার্ডে আব্দুল হালিম ও আনোয়ারুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডে কলিম উদ্দীন, চাম্বল ইউপি'র ৩ নম্বর ওয়ার্ডে মোক্তার আহমদ, ৮ নম্বর ওয়ার্ডে জালাল উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডে ছৈয়দ নুর, ৯ নম্বর ওয়ার্ডে কালামুল হক চৌধুরী, পুইছড়ি ইউপি'র ৯ নম্বর ওয়ার্ডে মোঃ ইউছুফ, ৬ নম্বর ওয়ার্ডে শাহাব উদ্দীন চৌধুরী। ছনুয়া ইউপি'র ১ নম্বর ওয়ার্ডে আব্দুস ছবুর।
সংরক্ষিত মহিলা সদস্যের মনোনয়ন প্রত্যাহার করেন- বাহারছড়া ইউপির কানিজ ফাতেমা (৭,৮ ও ৯), শিলকূপ ইউপি'র পারবিন আক্তার (১,২ ও ৩), গন্ডামারা ইউপি'র শামিমুল জান্নাত (১,২ ও ৩)
নবম ধাপে বাঁশখালী উপজেলার ১৪ টি ইউপি’র তিন পদে বৈধ প্রার্থীর সংখ্যা সর্বমোট ৮৩৩ জন। চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর সংখ্যা ৭৮ জন। এছাড়া বৈধ সাধারণ সদস্য প্রার্থীর সংখ্যা হচ্ছে ৫৯২ জন এবং সংরক্ষিত সদস্য পদে বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে ১৬৩ জন।
বাঁশখালীর ১৪টি ইউপির প্রত্যেকটিতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
উল্লেখ্য, গত ১৭ মে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৮৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৬ জন এবং সাধারণ সদস্য পদে ৬২৭ জনসহ সর্বমোট ৮৮২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে। তৎমধ্যে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১ জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
নবম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মধ্যে আজ শুক্রবার (২৭ মে) প্রতীক বরাদ্দ দেবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এর পর পরই শুরু হবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার।
বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফয়সাল আলম এক প্রশ্নের জবাবে বলেন-
শুক্রবার মনোনয়ন বৈধ চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হবে। প্রতিক নিতে আসার সময় কোন শোডাউন, মিছিল ও মাইকিং করা আইনত অপরাধ বলে বিবেচিত হবে এবং নির্বাচনের আচরণবিধি লঙ্ঘণের আওতায় পড়বে।
বাঁশখালীতে ইউনিয়ন পর্যায়ে প্রথম বারের মতো ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৫ জুন। অনেকে ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট প্রয়োগ করতে হবে জানেন না। এতে এলাকাভিত্তিক জনসচেতনতামূলক প্রশিক্ষণ দরকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে নির্বাচন কর্মকর্তা বলেন, আমরা আগামী ১৩ জুন থেকে ইভিএম ভোটিং পদ্ধতি বিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ শুরু করবো।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন