advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীর ১৩টি ইউপি'র নির্বাচন আজ


জনপদ সংবাদদাতাঃ
নবম ধাপের তফশিল অনুযায়ী বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১৩টি ইউনিয়নে আগামী কাল ভোটগ্রহণ। গতকাল মধ্যরাত থেকে প্রচার-প্রচারণা শেষ। চলছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। প্রথমবারের মতো বাঁশখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আগামীকালই হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এ কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। তাই ইউনিয়ন পরিষদ নির্বাচন এ কমিশনের জন্য চ্যালেঞ্জের নির্বাচন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নির্বাচনের সকল প্রস্তুত শেষ। শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

বাঁশখালী উপজেলা নির্বাচন কার্যালয় জানায়, বাঁশখালীর ১৩ ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে
(ইভিএম) ভোটগ্রহণ করা হবে। ভোটাররা প্রথমবারের মতো ইভিএম ভোট দিতে যাবে বাঁশখালীর ইউপির নির্বাচনে। এর পূর্বে গতকাল সোমবার বাঁশখালীর ১২৭ ভোট কেন্দ্রে একযোগে 'মক ভোটিং' প্রশিক্ষণ সম্পন্ন করেন নির্বাচন অফিস। ইতিমধ্যে উপজেলা নির্বাচন কার্যালয়ে ইভিএম পৌঁছেছে। আজ থেকে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে ইভিএম। আইনশৃঙ্খলা রক্ষায় ৫ প্লাটুন বিজিবি, ৬০ জন র‌্যাব ও ১৪ শ’ পুলিশ মোতায়েন করা হয়েছে। অনির্দ্দিষ্টকালের জন্য  চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত রয়েছে।

এ উপজেলার ১৪ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫শত ২৬ জন। চাম্বল ইউপি নির্বাচন স্থগিত থাকায় ১৩টি ইউনিয়নের মোট ২ লাখ ৭৪ হাজার ৯ শত ৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৬শত ২৮ জন, মহিলা ভোটার ১ লাখ ২৮ হাজার ৩শত  ৮ জন।

বাঁশখালী উপজেলায় ১৩ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ৭৫ জন, সংরক্ষিত মহিলা ১৫৪ জন, সাধারণ সদস্য ৫৪৭ জন। ১২৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষের সংখ্যা ৮৩৪। নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিসাইডিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১৬০ জন, সহকারী প্রিসাইডিং ৯৭০ জন, পোলিং অফিসার প্রশিক্ষণ নিয়েছেন ১ হাজার ৯১৩ জন। 

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম জানান, বাঁশখালীতে ইভিএম এর মাধ্যমে ভোট হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন ইসি'র চ্যালেঞ্জ। তাই এ নির্বাচনে প্রশাসন থাকবে সক্রিয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি, র‌্যাব টহলের পাশাপাশি একজন ওসির নেতৃত্বে ২৬টি মোবাইল টিম, ৫টি স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বলেন, ‘বাঁশখালীতে সুষ্ঠু নির্বাচন হবে। শান্তিপূর্ণ নির্বাচন করতে যেসব পদক্ষেপ দরকার সবই নেওয়া হয়েছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ চিহ্নিত কেন্দ্রগুলোকে বিশেষ নজরদারিতে রাখা হবে। জনগণ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারে তার জন্য সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে প্রশাসন থাকবে শক্ত অবস্থানে।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই