বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ও নির্মাণ সামগ্রী জব্দ _বাঁশখালীজনপদ২৪.কম


জনপদ সংবাদদাতাঃ
 চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে খোরশেদ আলম (৫১) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৭ জুন) বিকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈলগাঁও নতুন পাড় পাহাড়ি এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মাহমুদুল হাসান।

এ সময় অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ১৫ (১) ধারায় নির্মাণ সামগ্রী জব্দপুর্বক তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযান পরিচালনাকালে এ সময় বাঁশখালী থানা পুলিশের বিশেষ টিম উপস্থিত ছিলেন। অভিযানে জব্দকৃত নির্মাণ সামগ্রী স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মু. মাহমুদুল হাসান বলেন, অবৈধভাবে পাহাড় কেটে বাড়ি নির্মাণের অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন -২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক সাধনপুর  ইউনিয়নের বৈলগাঁও পাহাড়ি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে পাহাড় কাটায় নির্মাণ সামগ্রী জব্দ করা হয় এবং একই এলাকার মৃত আব্দুল লতিফের পুত্র জনৈক খোরশেদ আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এ সময় নির্মাণ কাজ বন্ধে করে নির্মাণ সামগ্রী স্থানীয় মেম্বারের জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com   

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.