জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে জান্নাতুল ফেরদৌস হুমায়রা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাইজপাড়া চৌকিদার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
মারা যাওয়া শিশু হুমায়রা ওই এলাকার মুহাম্মদ জসিম উদ্দিনের মেয়ে।
একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ রাশেদ নুরী বিষয়টি নিশ্চিত করে জানান, হুমায়রা বাড়ির পাশে খেলছিল। খেলাচ্ছলে পুকুরে গাছের ফুল পড়তে দেখে তা তুলতে গিয়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘসময় ধরে খোঁজাখুঁজির পর বিকেল ৫টায় তাকে ভাসমান অবস্থায় পুকুরে দেখতে পেয়ে আত্মীয়রা উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশু হুমায়রাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন