বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত, আহত আরো ২ জন -বাঁশখালীজনপদ২৪.কম

 সড়ক দুর্ঘটনায় নিহত শেখেরখীল দারুচ্ছালাম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর মো. মোরশেদ (৫৫)।

জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজি চালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ এবং আহত হয়েছে অন্তত আরো ২ জন।

সোমবার (১১ জুলাই) সকাল ১০ টা ৪৫ মিনিটের সময় বাঁশখালী প্রধান সড়ক সংলগ্ন পাইরাং দেলা মার্কেটের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহত হয় উপজেলার শেখেরখীল দারুচ্ছালাম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মীর মোহাম্মদ মোরশেদুল ইসলাম (৫৫)।  তিনি উপজেলার সাধনপুর ইউনিয়নের মৃত আব্দুর রউফ এর পুত্র। 

অপর আহত দু'জন হলেন- কালীপুর ইউনিয়নের মতি দেবনাথ এর পুত্র অলক দেবনাথ (২০) এবং শেখেরখীল ইউনিয়নের মৃত রুহুল আমিনের পুত্র মোজাম্মেল হক (৩৮)।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চট্টগ্রাম শহরগামী দক্ষিণ দিক থেকে দ্রুতগতিতে আসা এসডিলাক্স নামক বাসের সাথে উত্তর দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে অাহত হয়েছেন আরো ২ জন।

ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অমিত দাশ বলেন, মাওলানা মোরশেদ নামে একজন সিএনজি যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। অলক দেবনাথ নামে একজনের অবস্থা অাশংকাজনক হওয়ায় তাকে চমেক প্রেরণ করা হয়েছে। অপরজন মোজাম্মেল চিকিৎসাধিন অবস্থায় আছেন।

এ বিষয়ে বাঁশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামাল বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চালক পালিয়ে গেলেও ঘাতক বাস ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।




বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com 



কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.