প্রেসবিজ্ঞপ্তি: চট্টগ্রাম বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটি'র ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা বৃহস্পতিবার বিকেল ৪ ঘটিকায় স্হানীয় পশ্চিম বাঁশখালী বশিরুল্লাহ বাজার রোড সংলগ্ন ছালেহা বেগম মহিলা মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমধর্মী সংগঠন বাঁশখালী প্রবাসী ওলামা সোসাইটি কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও জরুরী সভা সোসাইটির সংগ্রামী মহাসচিব মাওলানা মুহিউদ্দীন খাঁন জসিম এর পরিচালনায় এবং সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দীন আল-রাজী হাফিঃ এর সভাপতিত্বে সফল ভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা নজির আহমদ সাহেব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
এসময় সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা নুরুল আবছার অর্থ সচিব মাওলানা হাবিবুল করিম হেলাল আইন সচিব এডভোকেট আব্দুল হান্নান প্রমূখ বক্তব্য রাখেন।
সোসাইটির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দীন বিনিয়োগ বোর্ড সদস্য হাফেজ ইব্রাহীম ও শরীয়াহ্ বোর্ড সদস্য কাজী মাওলানা ইউছুফ জহুর চৌধুরী সহ ডাইরেক্টর মহোদয়গণ উপস্থিত ছিলেন।
প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে ও প্রবাস ফেরত ভাইদের কর্ম-সংস্থানের উদ্যোগ গ্রহণে সোসাইটি অঙ্গীকারবদ্ধ। সবাইকে সদা ঐক্যবদ্ধ থেকে সোসাইটির নেতৃবৃন্দের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে চলার ও মানার আহ্বান জানিয়ে এবং নেতৃবৃন্দের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ পালন করার তৌফিক কামনা করে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন