জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) উপজেলার সরল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জালিয়াঘাটা নজির বাপের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- মোছাম্মৎ রুপসা (৪) ও মোছাম্মৎ রুপসী(৪) । তারা ওই এলাকার মোহাম্মদ নোমানের কন্যা। তারা দুজনই জমজ বোন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সবার অগৌচরে বাড়ির পাশের পুকুকে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাচ্চা দুটি পুকুরে ডুবে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিৎ করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত দুই শিশুর পরিবারকে দাপন কাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন