জনপদ সংবাদদাতাঃ চট্টগ্রাম শহর থেকে বাঁশখালী অভিমুখে আসা আলমদিনা ট্রান্সফোর্টের একটি মালবাহী কার্ভাটভ্যান চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্বে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় ভেঙ্গে পড়েছে খুঁটি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ৯ টায় বাঁশখালী প্রধান সড়ক সংলগ্ন কালীপুর রেজিস্ট্রি অফিসের পাশে।
বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর গুনাগরি অফিসের এজিএম দেবব্রত জানান, 'সকাল ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে বাঁশখালীগামী একটি মালবাহী কার্ভাটভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া সংযোগ আঞ্চলিক সড়কের কালীপুর রেজিস্ট্রি অফিস সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিলে খুঁটিটি ভেঙ্গে পড়ে। সঙ্গে সঙ্গে এলাকার বৈদ্যুতিক লাইন বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
আলমদিনা ট্রান্সফোর্টের মালবাহী কার্ভাটভ্যান চালক জানান, 'চট্টগ্রাম থেকে ট্রান্সফোর্টের মাল নিয়ে বাঁশখালী হয়ে পেকুয়া যাচ্ছিলাম। যাত্রা পথে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।'
বাঁশখালী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রীশুকুমার ঘোষ জানান, 'দুর্ঘটনার খবর পেয়ে পার্শ্ববর্তী গুনাগরি অফিসকে খবর দিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ চালুর জন্য কাজ করছে।'
উল্লেখ্য, বাঁশখালী প্রধানসড়কের ফুটপাত দখল করে গেড়ে বসেছে বেশকয়েকটি পল্লীবিদ্যুতের খুঁটি। যার দরুণ নিত্য দুর্ঘটনাও ঘটছে এ সড়কে। সড়ক থেকে এ খুঁটি অপসারন করলে অনেকটাই কমে যাবে দুর্ঘটনা এমনটাই দাবী সচেতন মহলের।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন