advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

ডিজিটাল সেবা ত্বরান্বিত করতে বাঁশখালীতে সিএইচসিপি'র মাঝে ল্যাপটপ বিতরণ


জনপদ সংবাদদাতাঃ 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শনিবার (১৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য বিভাগ আয়োজিত 'তৃণমূল পর্যায়ে ডিজিটাল যুগ' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার কমিউনিটি কেয়ার প্রভাইডার (সিএইচসিপি) এর মাঝে প্রথম পর্যায়ে কাজের দক্ষতার উপর ভিত্তি করে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে ১০ জনকে ল্যাপটপ ও মডেম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাপটপ ও মডেম বিতরণ করেন। এসময় তিনি বলেন, 'বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। তাই দেশ ও জাতীর কল্যাণে স্বাস্থ্য সেবায় এ সরকার অগ্রণি ভুমিকা পালন করে আসছে। সরকারের এ স্বাস্থ্যসেবাকে তৃণমূলপর্যায়ে সাধারণ মানুষের কাছে পৌছে দিতে এবং সেবারমান নিশ্চিত ও ডিজিটাল বাংলাদেশ গড়তে সংশ্লীষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে অনুরোধ জানান।'

তিনি বলেন, 'বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চট্টগ্রাম'র ৪০জন সিএইচসিপি পর্যাক্রমে এ ল্যাপটপ ও মডেম পাবে। আমরা ২৩ টি ল্যাপটপ পেয়েছি। মাসিক রিপোর্টে মাঠ পর্যায়ে যারা সবচেয়ে বেশী ভাল করছে তাদের মাঝে অগ্রাধিকার ভিত্তিতে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। আজকে প্রথম ধাপে ১০ জনকে ল্যাপটপ ও মডেম বিতরণ করা হয়।'

এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. এ.এস.এম আরমান উল্লাহ চৌধুরী, ডা. নুসরাত জাহান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সহ সকল সিএইচসিপি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com  

কোন মন্তব্য নেই