advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলায় জড়িত ২ আসামী গ্রেপ্তার


স্টাফ রিপোর্টারঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র্যাবের সোর্স সন্দেহ ও পূর্ব শক্রতার জের ধরে হামিদ উল্লাহ প্রকাশ কালাইয়া (৪২) নামের এক কৃষককে এলোপাথারি কুপিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত হত্যা মামলার ৪ নম্বর ও ১২ নম্বর আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মে) ভোরে সরল এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই আসামীদ্বয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গ্রেপ্তার আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) সরল ইউপির হাজীরখীল এলাকার মৃত আবুল হোসেন প্রকাশ মুন্সির ছেলে। অপরজন একই এলাকার নুরু মিয়ার ছেলে আনোয়ার (২৮)।

পুলিশ জানায়, সরল ইউনিয়নে হাজীরখীল এলাকায় জায়গা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শক্রতার জের ধরে খুনের ঘটনা ঘটে। ইউপি সদস্য জাফরের ছেলে মোর্শেদের সাথে হামিদ উল্লাহর মধ্যে জায়গা বেচা-কেনা নিয়ে বিরোধ ছিল। এছাড়াও জায়গা দখল নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ থাকার কথা শোনা যায়। এ নিয়ে গত সোমবার ভোররাতে খুনের ঘটনাটি ঘটে। নিহত হামিদ উল্লাহর বাড়ি ঘেরাও করে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ঘুম থেকে ডেকে তুলে খুনের ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। পূর্বেও জোড়া খুনের ঘটনাও ঘটেছিল ওই এলাকায়। 

এ ঘটনায় নিহত হামিদ উল্লার স্ত্রী মর্তুজা বেগম বাদী হয়ে  এজহার নামীয় ১৩ জনসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নামে বাঁশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন। হামিদ উল্লাহ হত্যা মামলায় এ পর্যন্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করতে পেরেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বাঁশখালী থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম জানান, একটি চৌকস আভিযানিক দল সরল এলাকায় অভিযান চালিয়ে  চাঞ্চল্যকর হামিদ উল্লাহ হত্যা মামলার এজাহারভুক্ত আব্দুল কাদের প্রকাশ নুরুল কাদের (৩২) ও আনোয়ার (২৮) কে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই