নিজস্ব সংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে অতি বৃষ্টির প্রভাবে বাড়ীর দেয়াল ধ্বসে পড়ে মুহাম্মদ মিজবাহ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) রাত সাড়ে ৮টার সময় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটেছে উপজেলার সাধনপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বৈলগাঁও এলাকায়। এ ঘটনায় মারা যাওয়া শিশু মিজবাহ্ বৈলগাঁও গ্রামের রাতু বাপের বাড়ীর মুহাম্মদ রফিউল আলমের ছেলে।
সাধনপুর ইউপি চেয়ারম্যান কে.এম সালাহ্ উদ্দিন কামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত শিশুর পরিবার ও স্থানীয় চৌকিদার আব্দুল মুবিন জানান, গত রাত সাড়ে ৮টার সময় এ ঘটনা ঘটে। প্রবল বৃষ্টির কারনে ঘরের চালা বেয়ে বৃষ্টির পানি মাটির দেয়ালে পড়ে। এতে দেওয়াল পানি চুষে একপর্যায়ে ধ্বসে পড়ে। এ সময় ওই শিশুর মা রান্না ঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি খেলা করছে ঘরের ভিতরে। হঠাৎ দেয়াল ধ্বসে মাটিতে চাপা পড়ে শিশুটি।'
ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামদাশহাঁট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, সাধনপুরের পশ্চিম বৈলগাঁও গ্রামে প্রবল বৃষ্টির কারণে মাটির দেয়াল ধ্বসে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন