বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ঝুন্টু কুমার দাশের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, শীলকূপ ইউপি চেয়ারম্যান কায়েশ সরওয়ার সুমন, পুকুরিয়া ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন, শেখেরখীল ইউপি চেয়ারম্যান মোরশেদুল ইসলাম, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, প্যানেল মেয়র রোজিয়া সুলতানা রুজি, গন্ডামারা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওসমান গণি, বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইউসুফ, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি শফকত হোসাইন চাটগামী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা উপলক্ষে বাঁশখালীকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হবে। কয়েক স্তরের নিরাপত্তা বেষ্টনী থাকবে। তবুও সবাইকে সজাগ থাকতে হবে। কোন দুর্ঘটনা ঘটলে বা কেউ সন্ত্রাসী কর্মকান্ড সংঘটিত করলে সাথে সাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সংখ্যালঘু বলে কোন শব্দ নেই। সংবিধান রাষ্ট্রের সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে। কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে তাহলে প্রশাসনের হাত থেকে রেহাই পাবে না। ফেইসবুকে অপ্রীতিকর ও উস্কানীমূলক ভিডিয়ো প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করলে কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন