জনপদসংবাদঃ গোপন সংবাদে খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাই একটি মোটরসাইকেল ও চুরিকৃত বিভিন্ন গাড়ির সরঞ্জামসহ চোর চক্রের এক সদস্য মো. আরিফ কে গ্রেফতার করেছে থানা পুলিশের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত ওই চোর উপজেলার কালীপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা যায়।
রোববার (১৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালীপুর ইউপি ৩নম্বর ওয়ার্ডস্থ পশ্চিম কোকদন্ডী আস্কর আলীর গোয়াল ঘরে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে এ সময় চোরাই একটি মোটরসাইকেল, সাতটি সিএনজি অটোরিকশার পর্দা, দু'টি চাকা, সাতটি নাম্বার প্লেটের ফ্রেম, একটি সিএনজি বাম্পার, সিএনজি অটোরিকশার সৌন্দর্য্যের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ, একটি পানির পাম্প, একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য সর্বমোট দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, গাড়ি চোর চক্রের সদস্যরা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কালীপুরের পশ্চিম কোকদন্ডী আস্কর আলীর গোয়াল ঘরে সংলগ্ন ঝুপড়ি ঘরের ভিতর ১০ থেকে ১১ জন চোর চোরাই মালামাল নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য অবস্থান করছে- এমন খবর পেয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ এর নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে চোরচক্রের সদস্যরা পালিয়ে গেলেও মো. আরিফ নামের এক চোরকে গ্রেফতার করা হয়।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন