advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীতে অগ্নিকান্ডে তিন দোকান পুড়ে ছাই, সিলিন্ডার বিস্ফোরণে আহত ১৫


শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিন দোকানের সর্বস্ব পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৩ থেকে ১৫ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ৩জনকে চমেক হাসপাতালে পাঠানো হলেও অন্যান্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন বলে জানা যায়। এ ঘটনায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।


বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল মাদরাসা সড়ক সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন- হার্ডওয়্যার এন্ড অটোপার্টসের দোকান মালিক আবদুল মুবিন, গ্যারেজ মালিক রুবেল, কাঠমেস্ত্রির দোকান মালিক এনাম। 

ক্ষতিগ্রস্থ আবদুল মুবিন জানান, 'আমার দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে। আমি তখন দোকানে ছিলাম না। তবে কিসের আগুন তা বলতে পারছি না। ধারণা করছি বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটেছে। বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন বলেও জানান তিনি।

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আযাদুল ইসলাম বলেন, সকালে আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পৌছান। যাত্রাপথে কাঠবোঝাই একটি গাড়ির চাকা পাঞ্চার হওয়ার কারণে আমাদের গাড়ি পৌছাতে দেরি হয়। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় পরে আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৩ থেকে ১৫ জন আহত হয়েছেন।

কোন মন্তব্য নেই