advertisment

advertisment
বিজ্ঞাপন দিন

ব্রেকিং নিউজ

বাঁশখালীর বাহারছড়া ইউপির উপ-নির্বাচন: শেষ হাসি রেজাউল করিমের


শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সি অটোরিকশা প্রতিকের প্রার্থী ৩৬০৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম দেলোয়ার আজিম টেলিফোন প্রতিকে পেয়েছেন ৩৫৩২ ভোট।

এ ছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে জসিম উদ্দিন চৌধুরী খোকন আনারস প্রতিকে পেয়েছেন ৩১৩৮ ভোট, সাদুর রশিদ চশমা প্রতিকে ২৪৫৯ ভোট, বখতিয়ার উদ্দিন চৌধুরী টেবিল ফ্যান প্রতিকে পেয়েছেন ১৮৬৯ ভোট, মায়মনুর রশিদ চৌধুরী মটরসাইকেল প্রতিকে পেয়েছেন ১১৯৭ ভোট, মো. নাছির উদ্দিন খাঁন ঢোল প্রতিকে পেয়েছেন ৬০৬ ভোট।

শনিবার (৯ মার্চ ) সকাল ৮টা থেকে ইউনিয়নের ১০টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এতে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০টি ভোট কে‌ন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৭৬ জন। এদের মধ্যে ১৬ হাজার ৬৬৭ পুরুষ, ১৪ হাজার ৬০৯ নারী। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৬, ৪০৫ জন। বাতিল ভোট সংখ্যা ১৭১ টি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হারুন মোল্লা এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন বাঁশখালী উপজেলার বাহারছা ইউনিয়নে শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সি অটোরিকশা প্রতিকে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

প্রসঙ্গত, বাহারছড়া ইউনিয়ন প‌রিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। নির্বাচন কমিশনার এই ইউপির চেয়ারম্যানের শূন্যপদে উপ–নির্বাচনের তফসিল ঘোষণা করলে আজ ৯ মার্চ উপ-নির্বাচন সম্পন্ন হয়। জনগণের প্রত্যক্ষভোটে মো. রেজাউল করিম চৌধুরী প্রকাশ ইউনুস মুন্সি চেয়ারম্যান নির্বা‌চিত হওয়ায় আসনটি পূর্ণ হয়।

কোন মন্তব্য নেই