জনপদসংবাদদাতাঃ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে র্যালীটি উপজেলার শেখেরখীল মৌলভী বাজার সড়ক প্রদক্ষিণ করে। পরে মৌলভীবাজারের মূল পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি মাও মুহাম্মদ যোবাইর।
বাঁশখালী উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক ও বাহারছড়া ইউপি মেম্বার ওমর হায়াতের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি মো. রফিক বশরী, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মোক্তার হোছাইন সিকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা শ্রমিক কল্যাণের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, বাঁশখালী উপজেলা লবণ শ্রমিক কল্যাণ ইউনিয়নের সহ-সভাপতি মোস্তফা আলী, সাধারণ সম্পাদক মো. মামুনর রশিদ, সাবেক উপজেলা শ্রমিক কল্যাণ নেতা ফরিদ আহমদ, উপজেলা শ্রমিক নেতা আবুল কাশেম সোহাগ, শেখেরখীল ইউপি সদস্য আকতারুজ্জামান, উপজেলা লবণ শ্রমিক নেতা মো. হোসাইন প্রমূখ।
সভায় বক্তারা, লবণ শ্রমিকদের ন্যায্য দাবি প্রতিষ্ঠাসহ সরকারী চাকরি লাভে শ্রমিকদের জন্য আলাদা কোটা ব্যবস্থার দাবী জানান।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন