বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু 'হত্যা নাকি আত্মহত্যা!


জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোস্তাক ফকির পাড়া এলাকায় এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে জানা যায়নি। সে বৈলছড়ি নজমুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী।

শুক্রবার (১৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ রহস্যজনক ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ওই এলাকার ইজ্জতনগর মোস্তাক ফকির পাড়ায় মেয়েটির নানুর বাড়ীতে।

নিহত ওই ছাত্রী হল বৈলছড়ি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শামশুল ইসলামের মেয়ে তাহমিনা সোলতানা তানজু (১৫)। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হবে বলে জানান রামদাশ হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) তপন কুমার বাগচী।

জানা যায়, আজ থেকে ১২ বছর আগে বৈলছড়ি ইউনিয়নের শামশুল আলমের সাথে কালীপুরের তাহেরা বেগমের ডিভোর্স হয়। পরে তাদের ডিভোর্স হলে মেয়েটি তার নানুর বাড়িতে থাকে। মেয়ের মা শহরে একটি বাসায় বুয়ার কাজ করে।

এদিকে নিহত তাহমিনার নানী আয়েশা বেগম বাড়ীতে রাখা লিচু খাওয়া নিয়ে বাকবিতন্ডার জেরে আত্মহত্যা করছে বললেও এলাকার লোকজনের দাবী, নানী তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। প্রতিবেশীদের অনেকেই বলেন, মেয়েটিকে প্রায় সময় তার নানী অত্যাচার করতো। আজকে মেয়েটিকে মারধর করে বাড়ি থেকে বেরিয়ে এসে নাতী আত্মহত্যা করছে এমনটি বলে বেড়াচ্ছে।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। ময়না তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করা যাবে।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.