বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন ভাইস-চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসাইন

জনপদপ্রতিবেদকঃ চট্টগ্রামের বাঁশখালীতে চতুর্থ ধাপের আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আক্তার হোসাইন। ভোটারদের সান্নিধ্যে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে, হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে। ইতিমধ্যে বেশজনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।

বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা আওয়ামীলীগ নেতা আক্তার হোসাইন। ক্লিন ইমেজের লোক হিসেবে বাঁশখালীর মানুষ তাঁকে আলাদাভাবে চিনে। মনোনয়ন ফরম জমা দেওয়ার পর থেকে উপজেলায় চষে বেড়াচ্ছেন তিনি।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন আক্তার হোসাইন। তিনি বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদেই লড়ছেন।

তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে, উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে, একটি উন্নত ও আধুনিক উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে তার নির্বাচনী এলাকায় দোয়া চান।

বাঁশখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬-৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে। তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন আক্তার হোসাইন।

এ বিষয়ে প্রার্থী আক্তার হোসাইন এর সঙ্গে কথা হলে তিনি বলেন, উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে কাজ করব। সম্মিলিত উদ্যোগে মরণ নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে কাজ করবো। তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

এ ব্যাপারে তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার আশায় মাঠ আগে ভাগেই সাজিয়েছেন। এখন প্রতীক পেলে জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.