জনপদ সংবাদদাতাঃ দৈনিক যুগান্তরের বাঁশখালী প্রতিনিধি, বাঁশখালী সাংবাদিক সমিতির আহ্বায়ক আবু বক্কর বাবুলের মা মোহসেনা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রোববার রাত সাড়ে ১০টায় বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মেহের আলী বাড়ীর নিজ আলয়ে তিনি মৃত্যুবরণ করেন। মোহসেনা খাতুন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ছয় ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। সোমবার (৪ জুন'২৪ খ্রিঃ) সকাল ১১টায় গন্ডামারা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে মরহুমার জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক আবু বক্কর বাবুলের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাঁশখালী প্রেসক্লাব ও বাঁশখালী সাংবাদিক সমিতির নেতৃবৃন্দসহ কর্মরত সাংবাদিকগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহলের লোকজন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন