বাঁশখালীজনপদঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের খুদুকখালী এলাকায় রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরেনি মো. আরিফ (৩৩) নামের এক যুবক। পরের দিন রোববার সকালে বাড়ীর অদূরে কোনাখালী বিলে পড়ে থাকা তার লাশ উদ্ধার করেন এলাকাবাসী। তথ্যটি নিশ্চিৎ করেন তার সর্ম্পকীয় চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ছনুয়া ইউনিয়নের ছনুয়া খুদুকখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায়। এ ঘটনায় মারা যাওয়া মো. আরিফ একই এলাকার হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের পুত্র।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'মাছ ধরতে গিয়ে মো. আরিফ নামে একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানা যাবে। তবে, আরিফের লাশ বাড়ির পাশের কোনাখালী বিল থেকে সকালে উদ্বার করে এলাকাবাসী। রাতে মাছ ধরতে গিয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন