জনপদসংবাদঃ ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ, আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে হামলাসহ বিভিন্ন ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঁশখালী উপজেলা শাখার লিয়াজো কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা সদর গ্রীণচিলি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহলে সুন্নাত ওয়াল জামা'আত বাঁশখালী শাখার মুখপাত্র অধ্যাপক মুনিরুল ইসলাম আশরাফি।
সংবাদ সম্মেলনে ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তীব্র নিন্দা জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। ছাত্র আন্দোলনের সমর্থনে আন্দোলন করতে গিয়ে ছাত্রসেনার জামেয়ার ছাত্র কারাবরণের কথা উল্লেখ করেন। বৈষম্যের বিরুদ্ধে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অঙ্গ সংগঠনের স্বতস্ফুর্ত সমর্থন ছিল এমন দাবী করে তারা বলেন গত ৫ আগস্টের আন্দোলনের পর সারাদেশে আমাদের উপর নানাভাবে বৈষম্য করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আউলিয়া কেরামের মাজার ভাঙচুর, জশনে জুলুসে ও সুফিবাদী আলেম ওলামার উপর হামলার প্রতিবাদে ৫ অক্টোবর শনিবার সরকারি আলাওল কলেজ মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন এম মহিউল আলম চৌধুরী, আবদুল মালেক আশরাফি, মাওলানা নেছার উদ্দীন মুনিরী আল কাদেরী, আবদুর রহীম সিরাজী, মাওলানা বশির আহমদ, মাঈনুল ইসলাম ফরহাদ, মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, মাওলানা মামুনুর রশীদ, ফরিদ উদ্দীন জিহাদী, অ্যাডভোকেট মহিউদ্দিন, আবদুর রহমান, আলী মর্তুজা, আমির হোসেন, কাজী সুলতান আহমদ সহ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন