বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালী: অগ্নিকান্ডে ভাগিনীর বিয়ের তিনলক্ষ টাকাসহ ছয় বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই

শিব্বির আহমদ রানাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ছয় বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। আহত হয়েছেন অন্তত চারজন। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন। বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে উপজেলার গন্ডামারা ইউনিয়নের বড়ঘোনা ৮ নম্বর ওয়ার্ডের এমদাদ মিয়া পাড়ার নুর আহমদের বাড়ীতে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- ওই এলাকার মৃত রফিক আহমদের পুত্র মো. হোসাইন প্রকাশ দুলা সাওদাগর, আবু শাকের, মো. সেলিম ও মৃত নুরুল ইসলামের পুত্র মো. ফেরদৌস, মো. জহির, মো. মাসুদ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, 'মো. হোসাইনের বসতঘর থেকে বিদ্যুৎতের শর্ট সার্কিট হতে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। অল্পসময়ের ব্যবধানে আগুন নিয়ন্ত্রণহীন হয়ে ছড়িয়ে পড়ে সর্বত্র। এতে টিনের ছাউনি, বেড়ার ও মাটির ছয়টি বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। যার ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষাধিক বলে জানা যায়।

ক্ষতিগ্রস্থ পরিবারের একজন মো. হোসাইন জানান, 'অগ্নিকান্ডের ঘটনায় আমার বোনের মেয়ের বিয়ের জন্য গচ্ছিত রাখা তিন লক্ষ সাত হাজার টাকাসহ নগদ পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকা পুড়ে যায়। কোনো কিছুই রক্ষার সুযোগ হয়নি। আগামী মাসের ২০ তারিখে আমার ভাগিনির বিয়ের কথা ছিল।'

বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিটডার নুরুল বাশার বলেন, 'অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলের দিকে রওয়ানা দিলেও কাছাকাছি গিয়ে সরু সড়কের কারণে ভেতরে প্রবেশ করতে পারিনি। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।

বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.