জনপদসংবাদঃ বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ১২ টার দিকে বাঁশখালী পৌর সদরের মিয়ারবাজার থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রাথমিকভাবে ৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একইদিন রাতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হামিদ হোসাইন কে পৌরসভা এলাকা হতে ও আরিফ উল্লাহ্ চৌধুরীকে সাধনপুর এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'রবিবার রাতে স্থানীয় লোকজন হেলমেট পড়া অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরকে মিয়ারবাজারে অবস্থান করছেন মর্মে সংবাদ দিলে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। একই সাথে হামিদ হোসাইন ও আরিফ নামে আরো দুইজনকে তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (২১ অক্টোবর) আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপার্দ করা হবে।
এদিকে উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুরের গ্রেফতারের খবরে বাঁশখালী আওয়ামীতে গ্রেফতার আতংক ছড়িয়ে পড়ে। গ্রেপ্তার এড়াতে অনেকে রয়েছেন আত্মগোপনে। এর আগে গত বৃহস্পতিবার সাবেক মেয়র তোফাইল বিন হোছাইনের দুই সহযোগী শাহনুর মোহাম্মদ ইলিয়াস ও মিনারুল ইসলামকে গ্রেফতার করেছিল থানা পুলিশ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
আপনার মেইল পাঠাতে:
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন