জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরকে জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
অবহিতকরণ সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সব্যসাচী নাথ এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন- মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জয়নুল আবেদীন মাহবুব, উপজেলা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাও মোস্তাক আহমদ, বাঁশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ মুহাম্মদ শফি উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের সাধারণ কেয়ার টেকার মাও ছাবের আহমদ, বাঁশখালী কেন্দ্রিয় ধর্মসংঘ প্রগতি বিহারের উপদেষ্টা বীর মোহন বড়ুয়া।
বক্তারা বলেন, জরায়ু মুখের ক্যান্সার যেভাবে বৃদ্ধি পাচ্ছে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোরী ও তরুণীদের মাঝে ব্যাপক সচেতনতা তৈরি করতে হবে। মেয়েদেরকে ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করতে হবে। বাল্য বিবাহ বন্ধ এবং মহিলাদের যাতে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বিবাহ হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে এদেশে জরায়ু মুখের ক্যান্সার নির্মূল করা সম্ভব।
আগামী ২৪ অক্টোবর দুর্গাপুর উপজেলায় জরায়ু ক্যান্সার রোধে এইচপিভি টিকার কার্যক্রম শুরু হয়ে চলবে ২২ নভেম্বর পর্যন্ত৷
এ সময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতগণ উপস্থিত ছিলেন৷
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন