জনপদসংবাদদাতাঃ গাঁজা ও নগদ টাকাসহ রুবি আক্তার (৫০) নামে এক নারী মাকদ কারবারীকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশের চৌকস একটি টিম। ওই সময় আটককৃত নারী মাদক ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ কেজী গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭০ হাজার ৪শ ৯০ টাকা উদ্ধার করেছে।
আটককৃত মাদক কারবারী রুবি আক্তার বাঁশখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকার মৃত রেজাউল করিমের স্ত্রী।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বাঁশখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মিয়ার বাজারস্থ শহিদ ইউসূফ শপিং কমপ্লেক্সের ভিতরে অভিযান পরিচালনা করে ওই মাদক কারবারীকে হাতেনাতে আটক করে পুলিশ। মাদক আইনে বাঁশখালী থানায় ওই কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, 'গোপন সংবাদে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে গাঁজাসহ নগদ টাকা উদ্ধার পূর্বক ওই মাদক কারবারীকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।'
তিনি আরো জানান, 'মাদক নির্মূলে বাঁশখালী থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন