জনপদসংবাদদাতাঃ চট্টগ্রামের বাঁশখালীতে চিকিৎসকদের অংশগ্রহণে চিকিৎসা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে বাঁশখালী পৌরসভাস্থ প্রশিকা ভবনের হলরুমে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি (বিআরএমপি) বাঁশখালী উপজেলা শাখার নবগঠিত কমিঠির অভিষেক সম্মেলন সম্পন্ন হয়।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি ডা. আশেক এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটির চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ডা. মো. মনির উদ্দিন চৌধুরী।
বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সোসাইটি বাঁশখালী শাখার সাধারণ সম্পাদক ডা. এসএন রাসেল এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোসাইটির কার্যকরী সভাপতি ডা. আমিনুল ইসলাম আমিন, সিনিয়র সহ-সভাপতি ডা. জসিম উদ্দিন মাহামুদ তালুকদার, চট্টগ্রাম দক্ষিণের নাভানা ফার্মা লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মো. আনোয়ার হোসেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির প্রধানপৃষ্টপোষক ডা. আব্দুর রহিম, প্রধান উপদেষ্টা ডা. হেলাল উদ্দিন, উপদেষ্টা ডা. এস.এ রাসেল, ডা. আজিজুল হক আজু প্রমূখ। সেমিনারে শতাধিক চিকিৎসক অংশ নেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন