জনপদসংবাদদাতাঃ শুরু হয়েছে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। এ উপলক্ষ্যে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন ইউনিয়ন জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে চাম্বলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মন্ডপগুলোর খোঁজ-খবর নেন এবং তাদের সাথে কুশল বিনিময় করেন জামায়াতের নেতৃবৃন্দ।
পূজামন্ডপ পরিদর্শনে উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর সৈয়দ মরতুজা আলী, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক আলী নেওয়াজ চৌধুরী ইরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জলিল মানিক, সাবেক সেক্রেটারী আনিসুল আজম চৌধুরী, বায়তুলমাল সেক্রেটারী মোস্তফা হোসাইন হেলাল, ইউনিয়ন যুব সেক্রেটারী কফিল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের রুকন আব্দুর রহিম, নাজিম উদ্দীন, হুমায়ুন মোরশেদ, শ্রমিক কল্যাণ সভাপতি (ভারপ্রাপ্ত) আনোয়ারুল আজিম সাঈদী প্রমুখ।
পরিদর্শনকালে জামায়াতের নেতবৃন্দ মন্ডপগুলো ঘুরে ঘুরে দেখেন ও পূজা উদযাপন কমিটির নেতাবৃন্দসহ হিদু সম্প্রদায়ের লোকজনের সাথে কথা বলেন। নিরাপত্তা শংকায় রয়েছে কিনা তার খোঁজ খবর নেন।
এছাড়াও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন জামায়াতের সহযোগিতার বিষয় উদযাপন কমিটির নেতাদেরকে আশ্বস্ত করেন জামায়াত নেতারা। এসময় তারা মন্ডপগুলাতে রক্ষিত পরিদর্শন বহিত তাদের স্ব-স্ব মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন