জনপদসংবাদদাতাঃ বাঁশখালীতে মাটির দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মোছাম্মৎ তাবাচ্ছুম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার সময় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মারা যাওয়া শিশু ওই এলাকার আহামুদু বাপের বাড়ির আব্দুল গফুরের মেয়ে।
এ বিষয়ে নিহত শিশুর চাচা সম্পর্কীয় নেজাম উদ্দিন বলেন, 'মেয়েটির বাবা নতুন একটি পাকাঘর নির্মাণ করেছে। আগের পুরাতন মাটির ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নতুন ঘরে নিয়ে আসার জন্য কাজ করছে। তার পেছনে ছোট মেয়েটি ছিল তা অজানা ছিল। একপর্যায়ে পুরাতন ঘরের মাটির দেওয়াল ভাঙতে গিয়ে তার বাবার পিছনে থাকা শিশু তাবাচ্ছুম দেওয়ালে চাপা পড়ে। ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে স্বজনরা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় ওই মেয়ের বাবাও কোমরে প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়।
বাঁশখালী উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কাজী তামান্না আশরাফি বলেন, 'মাটির দেওয়ালে চাপা পড়া শিশু তাবাচ্ছুমকে হাসপাতালে নিয়ে আসার আগেই ঘটনাস্থলে মারা যান।'
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শুধাংশু শেখর হালদার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, 'বৈলছড়িতে মাটির দেওয়াল চাপা পড়ে সকালে তাবাচ্ছুম নামে এক শিশুর মারা যাওয়ার বিষয়ে খবর পেয়েছি।'
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন