বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে চুরির ঘটনায় যুবক খুন, গ্রেফতার ২

নিহত মো. ওসমান গণি (২০)।

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রামের বাঁশখালীতে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করায় বেধড়ক মারধরের ঘটনায় মো. ওসমান গনি (২০) নামে এক যুবক খুন হয়েছে। এ ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীরা হলেন- নিহতের বড় ভাই মো. রিদওয়ানুল হক প্রকাশ মানিক, অপরজন একই এলাকার মৃত হারুন রশীদের পুত্র মো. মাহমুদুল্লাহ।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সরল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যাওয়া ওই যুবক একই এলাকার ১ নম্বর ওয়ার্ডের মঞ্জুর বাপের বাড়ির মো. হারুনের পুত্র।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গত এক সপ্তাহ পূর্বে মো. ওসমান নামে ওই যুবক তার চাচা শহিদুল ইসলামের বাড়ি থেকে নগদ ৪১ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরি করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চোরাইকৃত স্বর্ণ ও টাকা নিয়ে ফিরিয়ে দিলেও তার চাচাসহ ৫/৬ জন লোক বেধড়ক মারধর করে। এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে তার ভাইও তাকে মারধর করে।

নিহতের মা রাবেয়া বেগম বলেন, 'আমার ছেলেকে কে বা কারা মারধর করছে সেটা জানিনা। মারধর করে রাতের আঁধারে বাড়ির পাশে রেখে যায়। আহত অবস্থায় দেখে আমি ও আমার বড় ছেলে মো. মানিকসহ হাসপাতালে নিয়ে আসি। তিনি আরও বলেন, 'আমার একজন ছেলেকে মেরে ফেলেছে আরেক ছেলে মানিককে পুলিশ গ্রেফতার করছে।

উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার সৌরভ দেব বলেন, 'ওসমান নামে এক যুবককে সোমবার রাত ১১টায় জরুরী বিভাগে আনা হয়। তাকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বলে জানান ওই চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, 'ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহতের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।





বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com




কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.