জপদসংবাদঃ কক্সবাজারে অবস্থানরত বাঁশখালীয়ানদের নিয়ে গঠিত 'বাঁশখালী সমিতির' কার্যনিবাহী কমিটির প্রথম সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার সমিতির অস্থায়ী কার্যালয় হোটেল গোল্ডেন হিলে গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় সামনে আনা হয়। এর মধ্যে অন্যতম উপদেষ্টা পরিষদ গঠন। সবার সম্মতিক্রমে দশজনের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ, মিজানুর রহমান ওসি (ডিএসবি), ইমন চৌধুরী ওসি (রামু থানা), কায়ছার হামিদ ওসি (মহেশখালী থানা), রামুর সাবরেজিস্টার শাহেদ হোসাইন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন, ঔষধ প্রশাসনের ড্রাগ সুপার কাজী ফরহাদ, সাবেক চেয়ারম্যান আকতার হোসাইন, টেকনাফের সাবেক অ্যাসিল্যান্ড ইরফান হোসেন ও কুতুবদিয়ার অ্যাসিল্যান্ড শাহাদাত হোসেন।
সভায় উত্থাপিত আরও চারটি বিষয় যথাক্রমে- পূর্বের বিতরণকৃত ফরম কালেকশন, নতুন ফরম বিতরণ, সমিতির অফিস নির্ধারণ এবং ফরম কালেকশন। এছাড়া অফিসের জন্য হিসাবরক্ষক নিয়োগ ও মেজবানি, মিলনমেলা নিয়েও আলোচনা হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাঁশখালী সমিতি কক্সবাজারের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, অ্যাড. আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মো. শাহেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক -১ মোহাম্মদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সোলতান আহমদ, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক দিদারুল ইসলাম, প্রচার-প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম পলাশ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন