বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গন্ডামারায় বিনামূল্যে চিকিৎসা-ঔষধ পেলো ৬শতাধিক রোগী

শিব্বির আহমদ রানা:::

সামাজিক সংগঠন 'গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদ' এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৮ টায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চিকিৎসা সেবা শুরু হয়। এ সময় বিশেষজ্ঞ ডাক্তারের সহায়তায় মেডিসিন, শিশুরোগ, চর্মরোগ, চক্ষু, গাইনী রোগ বিষয়ে ফ্রি চিকিৎসাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- পরিষদের উপদেষ্টা ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) পটিয়া উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইউসূফ, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিহাব উদ্দিন, পরিষদের সভাপতি এনামুল হক সিকদার মানিক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ফরিদুল ইসলাম, দপ্তর সম্পাদক উৎফল চৌধুরী সঞ্জয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ মঈন উদ্দিন, নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদ কাজেম রেজা হোসাইনী, প্রকৌশলী নাছির উদ্দিন, সদস্য কবি ও কথাসাহিত্যিক জসিম উদ্দিন মনছুরি, ডা. মুহাম্মদ জাহেদ হোসাইন, ডা. মুহাম্মদ আব্দুল মোস্তফা, ডা. মুহাম্মদ সিহাবুদ্দিন, অতিথি চিকিৎসক সাজ্জাদ হোসেন (উপল), কাজী সায়েমা তাহসিন, ইমন মহাজন। এ সময় পরিষদের অন্যান্য সদস্য, সিপিপি এবং স্কাউট দলের সদস্যসহ কয়েকটি স্বেচ্ছাসেবক টিম উপস্থিত ছিলেন।

গন্ডামারা-বড়ঘোনা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার লোকজন স্বতঃস্ফুর্তভাবে সকাল থেকে ফ্রি চিকিৎসা সেবা নিতে আসেন। বিভিন্ন রোগে আটজন চিকিৎসক আলাদাভাবে রোগীদের চিকিৎসা প্রদান করেন। ছয়শতাধিক রোগী বিনামূল্যে ঔষধ ও ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন। এলাকার সুধীমহল গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.