বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন সম্ভব না: বাঁশখালীতে শামসুল ইসলাম

শিব্বির আহমদ রানা::

শ্রমজীবী মানুষদের বাদ দিয়ে দেশের পরিবর্তন আশা করা যায় না। শ্রমজীবী মানুষ যে দিকে যায়, দেশও সে দিকে যেতে বাধ্য বলেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সভাপতি মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঁশখালী উপজেলা ও পৌরসভার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে সরকারি আলাওল কলেজের মাঠে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আ.ন.ম  শামসুল ইসলাম আরো বলেন, 'এদেশের আঠারো কোটি জনসংখ্যার মধ্যে ষাট ভাগ মানুষ শ্রমজীবী। এ  শ্রমিকদের কাজে লাগিয়ে বিশ্বে বড় বড় বিপ্লব হয়েছে কিন্তু শ্রমিকদের ভাগ্য পরিবর্তন হয়নি। এ যাবৎ শ্রমিকদের অধিকার বাস্তবায়নে কেউ এগিয়ে আসেনি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কখনো শ্রমিকের অধিকার বাস্তবায়ন হবেনা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করে। আমাদের শ্রমিকরা বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকার হাসিনার পতনে ভূমিকা রেখেছেন। আগামীতে নির্বাচন হবে, কেউ ভোটাধিকার হরণ করতে পারবে না। তাই শ্রমিকের অধিকার আদায়ের জন্য যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে, যারা শ্রমিকের অধিকার নিয়ে কথা বলবে।'

উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা জোবাইর আহমদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা অধ্যক্ষ বদরুল হক, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, অ্যাডভোকেট আবু নাছের, ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন, উপজেলা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা শ্রমিক কল্যাণের প্রধান উপদেষ্টা মুহাম্মদ আবু তাহের।

উপজেলা শ্রমিক কল্যাণের দপ্তর সম্পাদক মুহাম্মদ হোসাইনের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুর রহিম ছানবী, সেক্রেটারী আরিফ উল্লাহ্, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা মহিউদ্দিন, এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদ উল্লাহ, সাংগঠনিক সেক্রেটারী অ্যাডভোকেট জিএম সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের অর্থসম্পাদক আ.ন.ম মহি উদ্দিন প্রমূখ।

এদিন বাঁশখালী উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলাদা ৩৫ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণের সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল হোছাইন।



বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.