জনপদসংবাদদাতা:::
বাঁশখালী পৌরসভার চার কাউন্সিলর ও পৌরসভার ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে চট্টগ্রাম জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শহিদুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তারা হলেন- বাঁশখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাঞ্চন বড়ুয়া, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আক্তার হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুর, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রণব কুমার দাশ এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাফর আহমদ।
২০১৮ সালে বিএনপি সমর্থিত প্রার্থী আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনায় বাদী হয়ে পৌরসভা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম মামলা দায়ের করেন। তারা সবাই জি.আর ২৮৮/২০২৪ (বাঁশখালী) মামলার এজহারভুক্ত আসামী।
চট্টগ্রাম জেলা ও দায়রাজজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাছির উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন