বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী: মেয়র ডা. শাহাদাত

শিব্বির আহমদ রানা::::

অন্তবর্তীকালীন সরকারের ভূমি, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ হাসান আরিফের স্মরণ সভা ও দোয়া মাহফিল শনিবার (১৮ জানুয়ারী) দুপুরে বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজ মাঠে খাঁন বাহাদুর ফাউন্ডেশনের উদ্যােগে সম্পন্ন হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথ ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রায়হানুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জমশেদুল আলম, সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, ইউএসটিসির সাবেক ভিসি ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া, ডা. মেজবাউল হক।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম হাসান আরিফের পুত্র অ্যাডভোকেট মোয়াজ আরিফ, মো. আদীব খান, সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামাল দুলাল, অ্যাডভোকেট আরিফ, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার লোকমান, বাঁশখালী গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ জমির উদ্দিন, চেয়ারম্যান রেজাউল করিম ইউনুস, সাবেক চেয়ারম্যান ইব্রাহিম বিন খলিল, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম প্রমূখ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, 'হাসান আরিফ বেঁচে থাকলে চট্টগ্রাম হতো দেশের অন্যতম পর্যটন নগরী। বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী হিসেবে আমি মরহুম হাসান আরিফ স্যার কে চিনতাম। স্যার অত্যন্ত বিনয়ী ছিলেন। তাঁর কারণেই আজকে আমি মেয়র হতে পেরেছি। স্যারের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। সবাই স্যারের জন্য দোয়া করবেন।


বাঁশখালীজনপদ২৪.কম'অনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র,  রেখাচিত্র,  ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।

আপনার মেইল পাঠাতে:

banshkhalijanaphad24@gmail.com

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.