জনপদসংবাদদাতা::::
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম চাম্বল জলেয়া বাপের বাড়ীর এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল এসময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ অন্যান্য দামি জিনিসপত্র নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
শুক্রবার (৩ জানুয়ারী) দিবাগত রাতের কোনো এক সময়ে চাম্বল ইউনিয়নের ওই এলাকার সৌদিয়া প্রবাসী মাওলানা আবুল কাশেমের বাড়ীতে এ ঘটনা ঘটে। তবে জানাজানি হয় পরদিন শনিবার।
প্রবাসী মাও আবুল কাশেম এর স্ত্রী হামিদা বেগম এ ঘটনায় অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে বাঁশখালী থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগসূত্রে জানা যায়, চুরির আগের দিন ঘরের মধ্যে তালা লাগিয়ে সপরিবারে বেড়াতে যায়। এই সুযোগে চোরের দল ঘরের জানালা ভেঙ্গে জানালা দিয়ে প্রবেশ করে দুটি আলমারি ভেঙে দেড় ভরি স্বর্ণালংকার, নগদ ৮৫ হাজার টাকা, নতুন ছয়টি কম্বল, একটি চাউলের বস্তা, ফ্রিজের মধ্যে থেকে খাবার সামগ্রী ও দলিল পত্র চুরি করে নিয়ে যায়। এ সময় বাড়ীর অন্যান্য আসবাবপত্র এলোমেলো ও নষ্ট করে ফেলে যায়।
বাঁশখালী থানার অভিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'চরির বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন