জনপদসংবাদদাতা:::
চট্টগ্রামের বাঁশখালীতে গলায় ফাঁস দিয়ে বৈশাখী খাতুন (২৫) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীপুর ইউনিয়নের ভাসাইন্যার দোকান এলাকায়।
শুক্রবার (১০ জানুয়ারী) সকাল সাড়ে ৭টার দিকে ভাসাইন্যার দোকানস্থ স্থানীয় নেজাম নামের এক লোকের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ওই গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক প্রেরণ করেছে বলে জানান থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
নিহত ওই গৃহবধু বৈশাখী খাতুন দিনাজপুর জেলার পার্বতীপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী। তার স্বামী ইনসেপ্টা ওষুধ কোম্পানীর বাঁশখালীতে মেডিকেল রি-প্রেজেন্টেটিভ (এম.আর) হিসেবে কর্মরত।
জানা যায়, প্রায় ছয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। নিহতের স্বামী বাঁশখালীতে ইনসেপটা কোম্পানীতে এম.আর এর চাকরি করার সুবাদে গুনাগরীস্থ একটি ভাড়া বাসায় একসাথে বসবাস করতেন। তাদের তিনবছর বয়সী এক পুত্রসন্তান আছে। ঘটনার দিন মোশাররফ হোসেন তার কর্মরত প্রতিষ্ঠান ইনসেপ্টার মাসিক সভায় চট্টগ্রামে গেলে স্ত্রী বৈশাখী খাতুন আত্মহত্যা করেন।
স্থানীয়রা জানান, 'সকালে দরোজার বাইরে তিন বছর বয়সী এক ছেলে কে কান্নাকাটি করতে দেখে অনেক ডাকাডাকি করেন তারা। দরোজার সামনে গিয়ে দরজায় ধাক্কা দিলে দেখা যায় ওই গৃহবধু সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। পরে লোকজন পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বৈশাখী খাতুনের মুঠোফোন উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন