শিব্বির আহমদ রানা:::
বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে দেড় হাজার পিস ইয়াবাসহ মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া (৫১) ও দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।
রোববার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে খবর পেয়ে পুঁইছড়ি ইউনিয়নের বাঁশখালী প্রধানসড়কের ফুটখালী ব্রিজের উপর অভিযান পরিচালনা করে দেড় হাজার পিস ইয়াবাসহ হাতেনাতে মাহাবুবুর রহিম প্রকাশ সোনা মিয়া কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ওই মাদক কারবারীর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধিন হোয়াইক্যংয়ের মধ্যম হ্নীলায়।
পৃথক আরেক অভিযানে একইদিন সকালে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের অলিশাহ মাজারের সামনে থেকে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. রমিজ কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ওই আসামী একই এলাকার কাথরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার মৃত কালা আমিনের পুত্র।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, 'পৃথক দু'টি অভিযান পরিচালনা করে থানা পুলিশের বিশেষ টিম দেড় হাজার পিস ইয়াবাসহ একজনকে এবং দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার পূর্ব আজ দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।'
মাদক, সন্ত্রস নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন