জনপদ খেলা-ধূলা ডেস্ক:
উপজেলার শীলকূপ ইউনিয়নে 'মনকিচর শাপলা পাড়া নাইট অলম্পিক ফুটবল টুর্ণামেন্ট-২৫'র ফাইনাল খেলা শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে।
শীলকূপ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট তৌহিদুল আলম (মাসুদ)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'মেধা বিকাশের জন্য শিক্ষার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই। খেলাধূলা মানুষের দেহমন কে সতেজ করে। ছোটদের পাশাপাশি বড়দেরও খেলাধুলা চালু রাখা উচিত। তরুণ প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই।'
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী উপজেলা মৎসজীবী দলের আহ্বায়ক মাষ্টার মোহাম্মদ ইউনুছ।
খেলার শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলার আহ্বায়ক মো. আনছার উল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মৎসজীবী দলের সদস্য, বাঁশখালী উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য মোহাম্মদ আলী সাওদাগর, বাঁশখালী উপজেলা যুবদল নেতা মো. সাইফুল ইসলাম, ছনুয়া বিএনপি নেতা নাজমুল হক, চাম্বল বিএনপি নেতা আহমদ ছফা, পুইছড়ি বিএনপি নেতা মো. নোমানুল হক, বৈলছড়ী বিএনপি নেতা মঈন উদ্দিন, শীলকূপ বিএনপি নেতা ফজল কাদের। ছাত্রদল নেতা মোরশেদ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মনির, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম কন্ট্রাক্টর, বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. সাহাব উদ্দিন, শীলকূপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন, খোকন, নোমান, আজিজ, ফখরুদ্দিন, আনিস সহ প্রমুখ।
বাঁশখালীজনপদ২৪.কম'রঅনলাইনে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। যদি কপি করতে হয় তাহলে অনুমতি নিতে হবে অথবা কন্টেন্টের নিচে ক্রেডিট দিয়ে দিতে হবে।বাঁশখালীজনপদ২৪.কম' বাঁশখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সম্পদ-সম্ভার, প্রথা-প্রতিষ্ঠান ও স্থাপত্যশিল্প নিয়ে শেকড় থেকে শিকড়ের অনুসন্ধানে সবসময় সচেতন। বাঁশখালীকে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস মাত্র। তাই, আমাদের সাথে থাকুন। সব খবর সবসময় সবার আগে পেতে ফেইসবুক পেইজ-এ লাইক দিন।
banshkhalijanaphad24@gmail.com
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন