বাঁশখালী জনপদ সত্যপ্রকাশে আপোষহীন

বিজ্ঞাপন দিয়ে সাথে থাকুন

test

বাঁশখালীতে জাতীয় পার্টির সংবাদ সম্মেলন: অভিযোগ নির্বাচনী প্রচারণায় বাঁধা


জনপদ ডেস্ক: চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী বলেছেন, বাঁশখালীতে নৌকার প্রার্থী প্রতিনিয়ত আমার কর্মীদের হুমকি দিচ্ছে, হামলা করছে। বিভিন্ন জায়গায় আমার কর্মীদের মারধর ও প্রচার মাইক ভাঙচুর করছে। তারা প্রকাশ্যে আমার পোস্টার ছিড়ে ফেলছে। 

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে বৈলছড়িস্থ নিজ বাস ভবনে সাংবাদিক সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। মাহমুদুল ইসলাম চৌধুরী আরো বলেন, বর্তমানে বাঁশখালীতে সুষ্টু নির্বাচনের কোন পরিবেশ নেই। পুলিশ প্রটোকলে নৌকার প্রার্থী এখনো নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমার কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছেন। এভাবে একটি নির্বাচন হতে পারেনা। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটি বাঁশখালীতে নেই বলেও মন্তব্য করেন তিনি।

মাহমুদুল ইসলাম চৌধুরী গতকাল বাঁশখালীর সরলে তার কর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় আমি থানা পুলিশসহ রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছি।

তিনি বাঁশখালীতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবী জানানোর পাশাপাশি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন।

এসময় বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী, সাবেক চেয়ারম্যান আবু ছিদ্দিক আবু, বাহারছড়ার চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম চৌধুরী ইউনুস, দক্ষিণজেলা জাপার আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ফিরোজ উদ্দীন তালুকদার, জাপা নেতা ফেরদৌস আহমদ মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাঁশখালীজনপদ২৪.কম/রানা

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.